পাহাড়ের বাঁকে বাঁকে
বেড়াতে ভালোবাসি ছোট থেকেই। দু মাসের ছুটি নিয়ে, July এর শেষে husband এর কাছে জুরিখ, Switzerland বেড়াতে এসেছি। ইউরোপে এর আগে এলেও তা কর্মসূত্রে। বেড়ানোর সুযোগ ঠিক হয়ে ওঠেনি। হাতে ছুটি নিয়ে এই প্রথমবার। এ সুযোগ হাতছাড়া করার নয়। আর গ্রীষ্মকাল, ইউরোপে ঘুরবার আদর্শ সময়। প্রতি উইকেন্ডেই জুরিখ থেকে কাছাকাছি কোথাও ঘুরছি। এক উইকেন্ডে ঠিক করা হলো, একটু দূরে ইন্টারলাকেন ঘুরতে যাবো। ইন্টারলাকেন..যার আক্ষরিক অর্থ, দুটি বা অনেকগুলি লেক এর মধ্যবর্তী অঞ্চল। নামের সাথে সামঞ্জস্য রেখে, শহরটি আসলে তাই। একপাশে লেক Brienz, আরেক পাশে লেক থুন। শহরের বুক চিরে চলে গেছে আঁরে নদী, যা দুটি লেকের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮৫৭ ফুট উঁচুতে, ছোট্ট দুটি লেক আর পাহাড় ঘেরা শহর, শীতের সময় যা পুরু বরফের আস্তরণে ঢাকা পড়ে যায়। আর গ্রীষ্মকালে প্রকৃতি তার অপরূপ সবুজ সম্ভার মেলে ধরে। হাতে সময় মাত্র দুদিন।, শনিবার আর রবিবার। পরিকল্পনা শনিবার খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে, রবিবার রাতে...