Posts

Showing posts from 2018

আমার হাসপাতাল ভ্রমণ

নানা ঘাটের জল খেয়ে শেষ পর্যন্ত ভারতবর্ষের মধ্যিখানে আসা গেল।  শহরের নাম ভোপাল, আদর করে বলা হয় সিটি অফ লেক।  দুটি বিশালার লেক এর তীরে, আধা পাহাড়ি শহর।  সে যাই হোক, যে ইনস্টিটিউট এ কাজ করবো, তারা হেব্বি নিয়ম মেনে চলে।  সব কিছু করার আগে ফর্ম ভরতে হয়। আমাকে গুনে গুনে ৯ টা ফর্ম ভরতে হবে। তার মধ্যে একটা, দেশের কোন তালুকে আমার কটা  বাড়ী, কত বিঘা জমী আছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সহকারে হিসাব দিতে হবে। এরা হয়তো জানেনা পিএইচডি করে আর যাই হোক, গাড়ি বাড়ীর মালিক হওয়া যায়না।  আরেকটি ফর্মে, আমি আমার বরের একমাত্তর বৌ কিনা বা আমার একটি মাত্র বর কিনা তার বিবৃতি দিতে হবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কোনো ফর্ম নেই, তো সেটা বোধয় allowed . আরো খান কতক হাবি জাবি ডিক্লারেশন ইত্যাদি।   আর আছে একটি মেডিকেল রিপোর্ট ফর্ম। সেটা কোনো গভর্নমেন্ট হাসপাতাল এর ডাক্তারবাবু কে দিয়ে সই করাতে হবে। লোকমুখে জানা গেলো, ইনস্টিটিউট এর অদূরে একটা গভর্মেন্ট 'মেডিকেল কলেজ ও হাসপাতাল' আছে।  সেখানে গিয়ে ১০ টাকার ফর্ম  ভরে , আউটডোর এর ডাক্তারবাবুর কাছে গেলেই হয়ে যা...