মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক

টাইটেল দেখে ঘাবড়াবেন না। আমি জ্ঞান দিতে আসিনি। আমি নেশাখোর ও নই, আবার অল্প বিস্তার পানাভ্যেসের বিরুদ্ধেও নই।তবে ব্যাক্তিগত ভাবে আমি তখনি পানীয়ের গ্লাস ছুঁই, যখন ফ্রী তে পাই।তবে খেয়ে দেয়ে মা কে বলতে হয় যে গঙ্গাজল খেলাম (আজ্ঞে, আমরা বাঙালীরা ভাত, জল, বাতাস সবকিছুই খাই), নাহলে আমার জন্য গৃহদ্বার রূদ্ধ হয়ে যাবে। আমি শুরু করেছিলাম হাড়িয়া দিয়ে, সাল টা ছিল ২০১১। কেমন butter মিল্ক এর মত দেখতে ছিল।তবে পরিমানে তা পোলিও ড্রপের থেকেও কম খাওয়ায় কিছুই বুঝতে পারিনি। তারপর cut to ২০১৫।সে ছিল আমার প্রথম একাকী ইউরোপ ভ্রমণ, এমনিতেই 'গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর'। All roads lead to Rome, তারমধ্যে কোনো এক রোড ধরে, এক গরমের সন্ধ্যেয় আমিও রোমে নামলাম, বর্তমান স্বামী-তদানন্তীন বয়ফ্রেইন্ড এল রিসিভ করতে।একে প্রথম ইউরোপ দর্শন, দুইয়ে 'ফুচকার সাথে ফ্রী চূড়মুড় এর মত', দু-বছর বাদে বয়ফ্রেইন্ড এর সাথে দেখা হওয়া, মন অত্যন্ত পুলকিত। চারিদিকে যাই দেখি, আদেখলের মত ভাল লাগে। কুত্তারা রাস্তায় potty করছে, মালিক বা মালকিন সেটা পরিষ্কার করছে, এইটা দেখতেও হেব্বি cute লাগছে।তা এতো আনন...