করবনা অপচয় #zerowaste

করবনা অপচয় : প্লাস্টিক ব্যাবহারে না করোনার আগে পর্যন্ত আমাদের মাথা ব্যাথা ছিল পরিবেশ দূষণ। খবরের কাগজ খুললেই চোখে পড়ত দিল্লির বায়ু দূষণ, চেন্নাই তে জলসঙ্কট, বা কোথাও প্লাস্টিক ও আবর্জনা তে লেক ভরে গেছে। আমরা হেড লাইনে চোখ বুলিয়ে রেখে দিতাম, এসব পড়ে কি হবে, আমার চারপাশে তো এরকম সমস্যা নেই। আমরা এটা কখনো ভাবিনা যে আজ যদি আমি চোখ থাকতে অন্ধ হয়ে থাকি, অদূর ভবিষ্যতে আমার এলাকাতেও একই সমস্যা হবে। যারা পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল, বা কিভাবে পরিবেশ বাঁচানো যায়, তা নিয়ে একটু আধটু ভাবেন, তারা zero waste lifestyle বা অপচয়হীন জীবনযাপন শব্দ গুলির সাথে পরিচিত। পাশ্চাত্যে বেশ কিছু বছর আগেই এই trend টি শুরু হয়েছে। Internet এ খোঁজ করলে প্রচুর ব্লগ, ভিডিও লিঙ্ক পাওয়া যাবে। ভারতেও বেশ কিছু বছর হল, কয়েকজন শুরু করেছেন। এই জীবনযাত্রার মূল উদ্দেশ্য হল, অপচয় কমানো। রোজ আমরা যে পরিমাণ বর্জ্য পদার্থ আস্তাকুড়ে ফেলে দি, তার পরিমাণটা যতটা সম্ভব কমানো। এটা করতে গেলে আমাদের কে কতগুলো ধাপে কাজটাকে ভাঙতে হবে। প্রথমেই ভাবতে হবে, আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যতটা দরক...