Posts

Showing posts from June, 2021

রাশিফল (Chotto Prochesta)

সকাল ৭টা , ঘুম থেকে উঠে আড়ামোড়া ভাঙতে ভাঙতে টিয়া ব্যালকনি থেকে news paper টা নিয়ে এলো। এ তার রোজকার রুটিন। বাসিমুখেই প্রথম পাতার হেডলাইন গুলো দেখা চাই। তার সকালের মূল আকর্ষণ অবশ্য লুকিয়ে থাকে দ্বিতীয় পাতায়।  হ্যাঁ , ঠিকই ধরেছেন, রাশিফল। যদিও সে দাবি জানায় যে সে কোনোরকম কুসংস্কার এ বিশ্বাস করেনা, তবুও রোজ সকালে উঠে রাশিফলটা না দেখলে, তার দিনটা ঠিক জমে না। অন্য সময় হলে, বেশিরভাগ দিনই সময়মত কলেজ পৌছানোর  তাড়ায়  ভুলে যায় কি লেখা ছিল। এখন অবশ্য কোনো কিছু আর আগের মত নেই। করোনার জন্য ঘরে বসেই কলেজের ক্লাস করাতে হয়। কোথাও পৌছানোর তাড়াও নেই, চাকরির সুবাদে একা থাকার দরুন কারো সাথে কথা বলারও নেই।  তাই, আজকাল রাশিফল গুলো একটু বেশিক্ষনই মনের মধ্যে গেঁথে থাকে।  ভালো কিছু লেখা থাকলে , মন টা হাল্কা লাগে। খারাপ কিছু লেখা থাকলেই, মন টা  সারাদিন খুঁত খুঁত করে।  আজ রাশিফলে লেখা আছে, আগুন থেকে বিপদ। বার বার করে মন থেকে কথাটা বের করে দিলেও, আবার মনে পরে যাচ্ছে। সকালে রান্না টাও খুব সাবধানে করল। সকাল গড়িয়ে বিকেল হল, কিছুই ঘটলো না।  তবুও মনটা ভার হয়ে রই...

আমার স্বপ্নে দেখা রসগোল্লা সে যে , সাত সাগর আর তেরো নদী পারে (I fancy about that Rasgulla, which is far away from me)

Image
  'The best ever Rasgulla that I have ever had in Johannesburg', that's what Arghya, my flatmate said, after eating two sparrow egg sized homemade Rasgulla(or like that). Not to mention, those were made by me. Arghya moved to Johannesburg in the last week of February, 2021, two months after me. Both of us stayed in the Wits guest house till the end of March and then moved to this apartment, near Johannesburg Zoo.  Since I/we came here, because of corona, our movement is limited within university, home and supermarket. So far we went out of our regular zone only twice, once to dine in a local restaurant and second time to buy fishes from a Bangladeshi shop. So, you can sense how many Rasgulla Arghya had here in Johannesburg. In the very first week, once we moved to this house, one day, I found that the Milk is not in good condition, because we did not check the temperature in the new fridge. It was set to minimal cold inside the fridge. I was boiling the milk to make tea, ...