কে তুমি তন্দ্রাহরণী...

 শিয়ালদহ থেকে সন্ধ্যে ৭টার ট্রেন টা ছাড়তেই,  জানলার পাশের সিটে গা এলিয়ে ফোনে গান চালিয়ে কানে ইয়ারফোন লাগিয়েছিল সে। সারাদিনের পরিশ্রমের ক্লান্তি তে কখন যে চোখ দুটো লেগে গেছিল, তা আর স্বাভাবিক ভাবেই খেয়াল নেই।  আচমকা ঘুমটা যখন ভাঙলো, ফোনে তখন তার প্রিয় শিল্পী, মান্না দের 'কে তুমি তন্দ্রাহরণী' বাজছে, আর সে সত্যিই সামনে দাড়িয়ে, চোখের আগে। তার ঘোর কাটলো, সুমিষ্ট রিনরিনে কণ্ঠস্বরের অনুনয়ে, 'একটু সরে বসবেন প্লিজ  ' . সন্ধ্যের গোবরডাঙ্গা লোকাল, সবে অশোকনগর ছাড়ল। ভিড় না থাকলেও, বসবার জায়গা খুব একটা নেই।  তবে একটু চেপে চুপে বসলে, প্রত্যেক বেঞ্চেই আর এক আধজন বসতে পারবে। তার বেঞ্চের বাকি সহযাত্রীরা কেউ ভেতরের দিকে সরে বসতে রাজি না হওয়ায়, অগত্যা সেই 'চম্পাবরণী' কে তারই ঘুমটা ভাঙাতে হল, একটু সরে বসবার জন্য। এমন অনুরোধ তার কপালে সচারচর জোটে না, তাই ঘুম ভাঙার বিরক্তির বদলে, মন টা বেশ ফুরফুরে হয়ে গেল। অবশ্য সেও জানে যে , এ সুখ ক্ষনিকের। আর দুটো স্টেশন পরেই তাকে নামতে হবে। সে পাশে বসতেই, নাকে হালকা একটা মিষ্টি অথচ ঝাঁঝালো গন্ধ পেল। অদ্ভূত একটা মোহ সৃষ্টি করলো গন্ধটা। মনে ইচ্ছা থাকলেও, প্রাণে সাহস না থাকায় নতুন করে কোনো কথোপকথন আর সে করে উঠতে পারল না। তার মাথায় তখন হাজার প্রশ্নের জলফড়িং উড়ছে, 'সে' কি চাকরী করে? নাকি কলেজে পড়ে? কোথায় থাকে?...ইত্যাদি ...ইত্যাদি। নিজের ভাবনাতে, নিজেই বিভোর হয়ে গেল সে। আরও  মিনিট ২০ পর  যখন ট্রেন থেকে নেমে, বাইরের  জানলা দিয়ে একবার ভেতরে তাকালো, মনে হল, ভেতর থেকে 'সেও'  একটু হাসল। তার মনেও হালকা আশার দোলা লাগলো।  'সে' রোজ কি এই ট্রেন এ, এই কামরাতেই ফেরে না কি? কোথায় থাকে 'সে'? এসব ভাবতে ভাবতে, রাতের খাবার কেনার জন্য স্টেশনের পাশের হোটেলটার সামনে পৌছালো সে। এখনো অব্দি  তার ঘোর কাটেনি।  তবে তা কাটলো, খাবারের দাম মেটাবার জন্য, ডান দিকের পকেটে হাত ঢোকাতেই। কিছুক্ষণ হতভম্ব হয়ে সে ভাবার চেষ্টা করল যে,  শেষ কখন সে মানিব্যাগ দেখেছে। দুই পকেট, ব্যাগ সবকিছু আঁতিপাতি করে খুঁজেও কিছুতেই টাকার ব্যাগটা আর পাওয়া গেলনা, শুধু ডান  পকেট থেকে এক টুকরো দারুচিনি পাওয়া গেল, আর সাথে সেই ঝিমঝিমে মিষ্টি গন্ধটা। একটু ভাবতেই, কি হয়েছে, সব টা পরিষ্কার হয়ে গেল তার কাছে।  'সে' যে সত্যিই  তার আজ রাতের মত অন্ততঃ তন্দ্রা হরণ করেছে।

Comments

Popular posts from this blog

মাখনবন্দী ওটস

কাবলি ছোলার পোলাও  

Ragi cheela no. 1