কাবলি ছোলার পোলাও

উপকরণঃ ১০০ গ্রাম সিদ্ধ কাবলি ছোলা , ২০০ গ্রাম বাসমতি চাল , ১ টি গাজর ছোট টুকরো করে কেটে নেওয়া , ১২ টি বিনস ছোট টুকরো করে কেটে নেওয়া , ২টি কাঁচালঙ্কা , ১০ টা কিশমিশ , ১০ টা কাজু বাদাম , ৪টা ছোট এলাচ , ২ টি বড় তেঁজপাতা , ৪ টা লবঙ্গ , ৪ - ৫ টুকরো দারচিনি , ১ চা চামচ গোল মরিচের গুঁড়ো , ১ চা চামচ চিনি , পরিমান মত লবন আর তেল। প্রনালীঃ প্রথমে চাল সিদ্ধ করতে হবে। চাল হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে , অথচ একেবারে নরম নয় , এই অবস্থায় ওভেন বন্ধ করে , ভাত থেকে জল ঝরিয়ে নিতে হবে। এবার , একটি কড়াই তে পরিমানমত তেল দিয়ে প্রথমে ২ - ৩ সেকেন্ড তেঁজপাতা , এলাচ , লবঙ্গ আর দারচিনি টুকরো ভেজে নিতে হবে। এবার কড়াই তে কাবলি ছোলা সহ বাকি সবজি গুলো আর পরিমান মত লবন দিয়ে আরো মিনিট ২ - ৩ নাড়তে হবে। এরপর এরমধ্যে কাজু আর কিশমিশ গুলি মিশিয়ে ভাজতে হবে। এবার একটি ছোট বাটিতে চিনি , গোলমরিচের গুঁড়ো আর এক চ...